পর্তুগালের ডিফেন্ডার জোয়াও কানসেলো করোনা আক্রান্ত

ক্রিড়া ডেস্কঃ  শুরু হয়েছে ইউরোপ ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল এবারো শিরোপার লড়াইয়ের মিশনে মাঠে নামবে মঙ্গলবার।ঠিক আগেই বড় ধাক্কা খেতে হলো পর্তুগালকে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে পরলো রক্ষণ ভাগের খেলোয়াড় জোয়াও কানসেলো।

নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচের আগে উয়েফার প্রতিটি খেলোয়াড় দের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। সেখানে কানসেলো ছাড়া পর্তুগালের বাকি সবার ফল নেগেটিভ এসেছে। জোয়াও কানসেলো ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটিতে খেলে।রোববার এক বিবৃতিতে পর্তুগালের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

জানা গেছে, বর্তমানে আইসোলেশনে আছেন কানসেলো। তার অবস্থা স্থিতিশীল। এই খেলোয়াড়ের জায়গায় দলে ডাক পেয়েছেন এসি মিলানের ডিফেন্ডার দিয়োগো দালোত। তিনি পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড়।
হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করতে মঙ্গলবার মাঠে নামছে পর্তুগাল।

  •  
  •  
  •  
  •  
ad0.3