খ্রিস্টানরাও চাইলে ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করতে পারবেন: মালেশিয়ার আদালত

allah

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়াতে দুই-তৃতীয়াংশ মুসলিমের বসবাস। এছাড়া বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সম্প্রদায়েরও আধিক্য আছে দেশটিতে। দীর্ঘদিন ধরে খ্রিস্টানদের দাবি ছিল ‘আল্লাহ’ শব্দটি ব্যবহারের অনুমতি পাওয়া।

সম্প্রতি খ্রিস্টানরা ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করতে পারবে বলে মত দিয়েছেন মালয়েশিয়ার উচ্চ আদালত। প্রায় এক দশক ধরে আইনি লড়াইয়ের পর বুধবার কুয়ালালামপুরের উচ্চ আদালত এ রায় দেন।

বিবিসি জানিয়েছে, এক খ্রিস্টান নারীর ধর্মীয় উপকরণে আল্লাহ শব্দ থাকায় সেই উপকরণ জব্দ করা হয়েছিল। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার রায়ে এ ঘোষণা দিয়েছেন আদালত।

আগে মালয়েশিয়ায় অমুসলিমরা ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করতে পারত না। এ শব্দ ব্যবহারের ঘটনায় অতীতে দেশটিতে সহিংসতার ঘটনাও ঘটেছে।

খ্রিস্টান সম্প্রদায়ের বলছে, তারা শত শত বছর ধরে সৃষ্টিকর্তা বোঝাতে ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করে আসছে, যা আরবি থেকে মালয় ভাষায় এসেছে। অতীতের নিষেধাজ্ঞাটি তাদের এই শব্দ ব্যবহারের অধিকার ক্ষুণ্ণ করেছিল বলে দাবি তাদের।

২০০৮ সালে জিল আয়ারল্যান্ড লরেন্স বিল নামে এক খ্রিস্টান নারীর কাছ থেকে কিছু সিডি জব্দ করা হয়। বিমানবন্দর থেকে জব্দ করা সিডিগুলোতে দেখা যায়, এগুলোর রেকর্ডিংয়ের শিরোনামে ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করা হয়েছে।

এরপর বিল নামে ওই নারী আদালতের ১৯৮৬ সালের এক নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন। সেই নির্দেশে খ্রিস্টানদের প্রকাশনায় ‘আল্লাহ’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল।

এই চ্যালেঞ্জের এক দশকেরও বেশি সময় পর বুধবার কুয়ালালামপুর হাইকোর্ট রায় দেন, নিজের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বৈষম্যের শিকার না হওয়ার অধিকার ওই নারীর রয়েছে।

  •  
  •  
  •  
  •  
ad0.3