রাতে সৌদি থেকে ফিরলেন আরও ৪৩ নারী

নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবে বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার আরও ৪৩ নারী আজ দেশে ফিরেছেন।

শনিবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টায় এয়ার এরাবিয়া (জি নাইন ৫১৫) বিমানযোগে হযরত শাহজালাল বিমানবন্দরে নামেন তারা।

দেশে ফেরত আসার অপেক্ষায় থাকা নারীদের অভিযোগ, সৌদিতে গৃহকর্মী হিসেবে কাজ করতে গেলে তাদের নির্যাতন করেছেন নিয়োগকর্তা। বিষয়টি প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বোয়েসল শাখার একটি সূত্র নিশ্চিত করেছে।

এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদারের সঙ্গে যোগাযোগ করা হলে ফোনে তাকে পাওয়া যায়নি।

জুন থেকে ৯ জুলাই পর্যন্ত নির্যাতনের শিকার হয়ে সৌদি থেকে ১৩৭ জন নারী দেশে ফিরেছেন বলে জানিয়েছে একটি সূত্র। এর মধ্যে ৪ জুন রাতে সৌদি আরবের রিয়াদ সফর জেল থেকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরেন ৩০ নারী।

১৮ জুন দেশে ফেরেন ১৬ নারী গৃহকর্মী এবং ১৯ জুন রাতেও সৌদি আরবের রিয়াদ সফর জেলের অভিজ্ঞতা নিয়ে এয়ার এরাবিয়ার বিমানে দেশে ফিরেন ২৭ নিপীড়িত নারী। ২৬ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফেরেন আরও ২২ নারী। সে সময় একটি সূত্র জানিয়েছিল, দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন আরও ২৩১ নারী গৃহকর্মী।

৩০ জুন জেট এয়ারওয়েজের একটি বিমানে দেশে ফেরেন নির্যাতনের শিকার হয়ে মানসিক ভারসাম্য হারানো নারী রুপালী।

৯ জুলাই রাত সাড়ে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে সৌদি আরবের রিয়াদ সফর জেল (ইমিগ্রেশন ক্যাম্প) থেকে ৪১ নারী দেশে ফেরেন।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: