১১ আগস্ট থেকে শিশুদের করোনা টিকা

নিউজ ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১১ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (০৭ আগস্ট) দুপুরে মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি একথা জানান।

তিনি জানান, পরীক্ষামূলক কার্যক্রম শেষে ২৬ আগস্ট থেকে পুরোদমে টিকা দেওয়া শুরু হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শিশুদের এই টিকা নিতে অভিভাবকদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।

করোনা নিয়ন্ত্রণে আছে বলেই বাংলাদেশ ভালো আছে উল্লেখ করে এর আগে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলে স্বাস্থ্য সেবা ভালো চলছে, শিল্প ও আমদানি-রফতানি চালু আছে। আমাদের কর্মীরা অনেক দেশেই এখন যেতে পারে। অনেক দেশ আছে, যারা করোনা নিয়ন্ত্রণ করতে না পেরে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

  •  
  •  
  •  
  •  
ad0.3