২৪ ঘন্টায় আরো ১৩ জনের মৃত্যু কুষ্টিয়াতে!

করোনা ডেস্ক:

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১জন করোনা পজিটিভ এবং দুজন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। আর একই সময়ে নমুনা পরীক্ষায় আবারো একদিনে সর্বোচ্চ রেকর্ড ৪৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

২৫০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আজ মঙ্গলবার দুপুরে জানান, সর্বোচ্চ এক হাজার ২২১ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৫ দশমিক ৩৮ শতাংশ। শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ১০৯ জন, সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরে ৭৩ জন, ভেড়ামারায় ১০২ জন।

তিনি বলেন, এ নিয়ে কঠোর লকডাউনের ছয়দিনে কুষ্টিয়ায় এক হাজার ৩৫৬ জন করোনায় আক্রান্ত হন এবং মারা যান ৭০ জন। শুরু থেকে এ পর্যন্ত কুষ্টিয়ায় ২৮২ জনের মৃত্যু হলো।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার তাপস কুমার সরকার জানান, করোনা ডেডিকেটেড কুষ্টিয়ার এই হাসপাতালে এখনো রোগীর চাপ বাড়ছে। প্রতিদিনই মৃত্যুর পরও ২৫০ শয্যার স্থলে রোগী আজও ৩০০ এর মতো। ভর্তি ৭০ শতাংশ রোগীদেরই অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
ad0.3