চীনে ২৪ ঘণ্টায় আঠারো শতাধিক করোনা রোগী শনাক্ত

নিউজ ডেস্কঃ

এক দিনেই আঠারো শতাধিক মানুষের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে বিপুল জনসং্খ্যার দেশ চীনে। অবস্থায়লকডাউন আরও কড়াকড়ির ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি শুরু হয়েছে গণহারে করোনার পরীক্ষাও। এরই মধ্যে দেশটিরদক্ষিণাঞ্চলীয় শেনঝেন সিচুয়ান প্রদেশ লকডাউনের আওতায় আনা হয়েছে।

চীনে করোনার দাপট থামছেই না। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, শনিবার ( সেপ্টেম্বর) এক দিনেই দেশটিতেআঠারো শতাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনশর বেশি মানুষের শরীরে করোনার উপসর্গ পাওয়া গেছে।

শেনঝেন সিচুয়ান প্রদেশের অবস্থা ভয়াবহ। প্রাদেশিক সরকারের তথ্যমতে, শেনঝেনে শনিবার নতুন করে ৮৯ জনের দেহেকরোনাভাইরাস পাওয়া গেছে। অবস্থায় বেশির ভাগ বাসিন্দাকে লকডাউনের আওতায় আনা হয়েছে।

এদিকে, সিচুয়ান প্রদেশের চেংডু নগরীতেও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় জারি করা হয়েছে লকডাউন। নগরীর ২১মিলিয়ন মানুষ বর্তমানে ঘরবন্দি হয়ে আছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার চেংডুতে উপসর্গহীন ৫২ জন এবং উপসর্গথাকা ৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

তবে এখন পর্যন্ত নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। পরিস্থিতি মোকাবিলায় চীনজিরো কোভিডনীতি মেনে চলছে।দেশটিতে বর্তমানে ৩৩টি শহর আংশিক কিংবা পুরোপুরি লকডাউনে রয়েছে।

  •  
  •  
  •  
  •