আগাম জাতের শিম চাষে লাভবান পঞ্চগড়ে চাষিরা

নিউজ ডেস্ক:
উত্তরের জেলা পঞ্চগড়ে আগাম জাতের শিম চাষ শুরু করেছে চাষিরা। জেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যকভাবে চাষ হচ্ছে এই শিম। অন্যান্য ফসলের তুলনায় কম খরচে বেশি ফসল ও ভালো লাভ হওয়ায় অনেকেই আগাম জাতের শিম চাষ করছে।
মাঠজুড়ে সবুজ শিমের সমারোহ। মাচার মাঝখানে ঝুলছে সাদা এবং বেগুনি রঙের ফুল। মৌসুম শুরুর আগেই এমন মনোমুগ্ধকর দৃশ্যে ভরে উঠেছে উত্তরের জেলা পঞ্চগড়ের বিভিন্ন এলাকার ক্ষেত খামার। শিম শীতকালীন সবজি হলেও এ অঞ্চলের কৃষকরা আগাম জাতের শিম চাষ করেছেন।
কৃষকেরা বলছেন, বিগত কয়েক বছর ধরে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই শিম। ভালো লাভ পাওয়ার আশাবাদী কৃষকরা।
পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শাখাওয়াত হোসেন জানায়, অন্যান্য ফসলের তুলনায় কম খরচে অধিক লাভ হওয়ায় চাষিরা আগাম শিম আবাদে ঝুঁকছেন। এ বছর জেলায় ২৬৫ হেক্টর জমিতে শিমের আবাদ করেছেন কৃষকেরা। ইতোমধ্যে শিমের উত্তোলন শুরু হয়ে গেছে এবং বাজারে বিক্রি হচ্ছে। অসময়ে শিমের দামটা বেশি পাওয়া যায়, এই জন্য কৃষকরা আগ্রহী এবং লাভটা ভাল পায়।