বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর ফেলো নির্বাচিত হলেন বাকৃবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বিজ্ঞান একাডেমী বা বাংলাদেশ একাডেমী অব সায়েন্সেসের (বিএএস) ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (২৭ জুন) বিএএস’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. হাসিনা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত সোমবার (২৪ জুন) বিএএস কাউন্সিলের ১০ম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীকে বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর ৮ নং অনুচ্ছেদ অনুযায়ী ফেলো হিসেবে নির্বাচিত করা হয়েছে।
অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী ১৯৯৫ সালে বাকৃবির প্যাথলজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ২০০৮ সাল থেকে অদ্যাবধি উক্ত বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার তত্ত্বাবধানে ৭০জন এম.এস. শিক্ষার্থী এবং ২০জন পিএইচডি শিক্ষার্থী তাদের ডিগ্রি সম্পন্ন করেছেন। তাঁর মোট রিসার্চ গেট উদ্ধৃতি: ১৬৮০, এইচ-ইনডেক্স: ২৩, গুগুল সাইটেশন: ১৯৮০ (০১ মার্চ ২০২৩ পর্যন্ত)। এছাড়াও তিনি বিভিন্ন দেশী-বিদেশী গবেষণা প্রকল্প সফল ভাবে পরিচালনা করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ একাডেমী অব সায়েন্সেস হলো ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের একটি জাতীয় ফোরাম। এটি বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ক্ষেত্রে দেশের কর্ণধার হিসেবে বিবেচিত।