আজও সর্বাত্মক কর্মবিরতিতে বাকৃবি শিক্ষকরা, বন্ধ ক্লাস-পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক:
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে টানা সপ্তমদিনের মত সর্বাত্মক কর্মবিরতি পালন করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকরা।
মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সংলগ্ন করিডোরে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। সর্বাত্মক কর্মবিরতির ফলশ্রুতিতে আজও কোনো ক্লাস পরীক্ষা হয়নি বাকৃবিতে।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাকৃবির অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
আন্দোলনে বাকৃবির প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান বলেন, শিক্ষকদের দাবি প্রত্যয় স্কিম বাতিল নয় বরং প্রত্যয় স্কিম থেকে শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিল করা। কেননা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে পেনশন বর্তমানে পাচ্ছে তার থেকে অনেক কম সুযোগসুবিধা বরাদ্দ প্রত্যয় স্কিমে, শিক্ষকদের সাথে এমন বৈষম্য মেনে নেয়া যায় না। আমাদের দাবিগুলো যেন দ্রুত মেনে নেয়া হয় সে আশাই রাখছি।
উল্লেখ্য, বিগত ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করে যাচ্ছেন শিক্ষকরা। এ নিয়ে মোট সাতদিন যাবত ক্লাস পরীক্ষা নিচ্ছেন না বাকৃবির শিক্ষকরা।
  •  
  •  
  •  
  •