ভেটেরিনারি শিক্ষার একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান গণ বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক:

কৃষিপ্রধান বাংলাদেশে ৮০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষি নির্ভর বাংলাদেশে প্রাণিসম্পদের গুরুত্বও অপরিসীম।

প্রাণিসম্পদের উন্নয়ন ছাড়া কৃষিকে এগিয়ে নেয়া সম্ভব নয়। আর প্রাণিসম্পদের উন্নয়নের জন্য প্রয়োজন দক্ষ ভেটেরিনারিয়ান বা ভেট। বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে ১৯৬১ সালে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি অনুষদ চালুর মাধ্যমে এই শিক্ষার সূচনা হয়। এরপর ভেটেরিনারি শিক্ষার জন্য একে একে গড়ে উঠেছে ১১টি সরকারি প্রতিষ্ঠান।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বাংলাদেশের কৃষি ও গ্রামীন অর্থনীতি সংস্কারে প্রচন্ড আগ্রহ থাকায় তাঁর একান্ত  উদ্যোগে দেশের প্রথম ও একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হতে ২৫ জন শিক্ষার্থীর ভর্তির অনুমোদন নিয়ে ২০১৬ সালে অধ্যা্পক ড. মো. মোস্তাফিজার রহমান (মাইক্রোবায়োলজি বিভাগ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এর সহযোগিতায় প্রতিষ্ঠানটিতে প্রাথমিকভাবে ভেটেরিনারি শিক্ষা কার্যক্রম  শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই অতি অল্প সময়েই ভেটেরিনারি শিক্ষার জন্য যাবতীয় প্রয়োজনীয়তা পূরণ করতে পারায় ইউজিসি আসন সংখ্যা পঁচিশ থেকে পঞ্চাশে উন্নীত করে।

গণ বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি শিক্ষার জন্য রয়েছে সুসজ্জিত ক্লাসরুম, আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ ল্যাবরেটরি, গবেষণাগার, পোল্ট্রি ও ডেইরি ফার্ম, লাইব্রেরিসহ নানা সুবিধা। ২০১৮ সালে উদ্বোধন করা হয় ভেটেরিনারি টিচিং হাসপাতাল, যা গণ বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি শিক্ষার ক্ষেত্রে নবদিগন্তের সূচনা করে। এই হাসপাতালের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন হাতে-কলমে তাদের প্রয়োজনীয় শিক্ষাগ্রহণ করতে পারছে তেমনি পার্শ্ববর্তী এলাকার মানুষরা স্বল্পমূল্যে তাদের গৃহপালিত সব প্রাণি ও পোল্ট্রির চিকিৎসা সেবা পাচ্ছে।

বর্তমানে ১৬ জন শিক্ষকের আন্তরিক প্রচেষ্টায় এবং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মোতাহার হোসেন মন্ডল (সাবেক উপাচার্য  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সাবেক ডিন ভেটেরিনারি অনুষদ ও বিভাগীয় প্রধান, প্যারাসাইটোলজি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ) এর সুযোগ্য নেতৃত্বে অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে চলেছে এই বিভাগের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, যা গণ বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। শিক্ষার্থীদের মানসম্পন্ন দক্ষ ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তুলতে অনুষদের সূচনালগ্নেই প্রতিষ্ঠা করা হয় পোল্ট্রি ও ডেইরি ফার্ম। এ ছাড়াও সম্প্রতি ভেটেরিনারি টিচিং হাসপাতালের অধীনস্থ এনিমেল অপারেশন থিয়েটারের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় আরো নির্মাণকাজ চলমান রয়েছে।

অনুষদের সম্পূর্ণ শিক্ষা পাঠ্যক্রম  বিভিসি (বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল)  এবং সরকার কর্তৃক প্রণীত পাঠ্যক্রম অনুযায়ী ভেটেরিনারি শিক্ষায় পাঠদান করা হয়। শিক্ষার্থীরা সফল ভাবে শিক্ষা কার্যক্রম শেষ করে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন নিয়ে একজন দক্ষ রেজিস্ট্রার্ড ভেটেরিনারি ডাক্তার এ পরিনত হবে এবং দেশ সেবায়  নিয়োজিত হবেন এই প্রত্যাশা সকলের।

গণবিশ্ববিদ্যালয় ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রত্যাশা অচিরেই এই ভেটেরেনারি শিক্ষাকে কেন্দ্র করে বিশাল কৃষি ও মৎস্য খামার গড়ে উঠবে এবং সরকারী অনুমোদন পেলে কৃষি ও মৎস্য শিক্ষা কার্যক্রম চালু হবে। এর জন্য রয়েছে যথেষ্ট জমি ও জলাধার।

উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদ হতে ৫ বছর মেয়াদী বিএসসি ভেট এন্ড এএইচ ডিগ্রী প্রদান করা হয়।  বর্তমানে ৯ টি ব্যাচে ২৫০ এর অধিক শিক্ষার্থী রয়েছে এবং বছরের দু’বার ভর্তি কার্যক্রম পরিচালনা করা হয়।

  •  
  •  
  •  
  •