
অনলাইনে নয়, রাবিতে স্বশরীরে ক্লাস-পরীক্ষা চলবে

রাবি প্রতিনিধি
দেশে করোনা সংক্রমন বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্বশরীরে ক্লাস নেওয়া বন্ধ করেছে। কিন্তু ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে বিভাগীয় একাডেমিক কমিটি চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবে।
আজ বৃহস্পতিবার দুপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে বিভাগীয় সভাপতি, ডিন এবং ইনস্টিটিউট পরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত প্রশাসনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া জানান, আপাতত ক্লাস পরীক্ষা বন্ধ হচ্ছে না। আমরা অনলাইনে নয়, স্বশরীরে ক্লাস ও পরীক্ষা চালু রাখছি৷ তবে অনলাইনে ক্লাস নিতে চাইলে সেটি বিভাগের একাডেমিক কমিটি সিদ্ধান্ত নিতে পারবে। চলমান পরীক্ষাগুলো চলবে এবং সেগুলো স্বশরীরেই হবে।
প্রসঙ্গত, গত দুদিনে রাবিতে ৬৮জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এক জরুরি সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সভা শেষে অনলাইনে ক্লাস নেওয়াসহ চার দফা দাবি জানিয়ে উপাচার্য বরাবর লিখিত প্রস্তাব দেন তারা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আজ দুপুরে এ সিদ্ধান্ত জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।
You must be logged in to post a comment.