শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বাকৃবি গণতান্ত্রিক শিক্ষক ফোরামের অবস্থান কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একাংশ। সোমবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরে দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচী পালিত হয়।
গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একাংশটির সভাপতি প্রফেসর ড. ইয়াহিয়া খন্দকার এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. পূর্বা ইসলামের নেতৃত্বে এ অবস্থান কমসূচিটি অনুষ্ঠিত হয়। ড. ইয়াহিয়া জানান, তাদের ৩ দফা দাবি পূরণের সময়সীমা শেষ হলেও কোন দাবি পূরণ না হওয়ায় তারা এই অবস্থান কর্মসূচি হাতে নিয়েছেন।
শিক্ষক সমাজের ভাবমুর্তি উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের ভাবমুর্তি রক্ষার স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান তারা। তিনটি দাবী নিয়ে সংগঠনটি এই অবস্থান কর্মসূচী পালন করে। প্রথমত, আগামী ১৭/১/২০২৩ মঙ্গলবারের মধ্যে শিক্ষক লাঞ্ছনা বিষয়টি তদন্তের জন্য গঠিত পক্ষপাতদুষ্ট কমিটি পূনর্গঠন। দ্বিতীয়ত, দ্বায়িত্বে উদাসীন পক্ষপাতদুষ্ট প্রক্টর ও দু’জন সহকারি প্রক্টরের অপসারণ এবং তৃতীয়ত সুষ্ঠ তদন্ত করে শিক্ষক লাঞ্ছনার সাথে জড়িত ছাত্র নামধারীদের শাস্তির আওতায় আনয়ন।
অবস্থান কমসূচির সময় ড. ইয়াহিয়া খন্দকার অভিযোগ করে বলেন, সম্প্রতি ঘটে যাওয়া শিক্ষক লাঞ্চনার ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করার হয়েছে তা পক্ষপাতদুষ্ট। তাই তারা আবার, নতুন করে তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সচিবালয়ে প্রায় সাড়ে তিন ঘন্টা অবস্থান করেন অবস্থান কর্মসূচিতে অংগ্রহনকারী প্রায় ৪০ জন শিক্ষক। পরে উপাচার্য আগামী ১৮ তারিখের মধ্যে দাবী পূরণের আশ্বাস দেওয়ায় তারা আপাতত এই কর্মসূচি স্থগিত করেন।
উল্লেখ্য যে, গত ১০ জানুয়ারী প্রফেসর ড. পূর্বা ও সহকারী প্রক্টর ড. আফরিনা মুস্তারি অফিস রুমে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রদের হাতে লাঞ্ছিত ও আহত হন। এর প্রতিবাদে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একাংশটি সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। প