মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয় স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ই মার্চ) সকাল ৯টায় মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার স্বপ্ন ক্ষুদা- দারিদ্রমুক্ত সকলের বাসযোগ্য মানবিক ও সমৃদ্ধশালী অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে আমরা অবিচল। এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আমাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই তাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে ভালোভাবে জানতে হবে ।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড.সৈয়দ সাখাওয়াত হোসেন (প্রাক্তন ভাইস চ্যান্সেলর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চেয়ারম্যান অত্র বিদ্যালয় পরিচালনা কমিটি)। তিনি বলেন, বিদ্যালয়টিতে কম্পিউটার ল্যাব আছে যার মাধ্যমে শিক্ষার্থীদের প্রোজেক্টরের মাধ্যমে মুক্তিুযদ্ধ বিষায়ক অনুষ্ঠান দেখানো হয় ।যার ফলে তারা দেশকে ভালোবাসবে এবং দেশের জন্য কাজ করবে ।
পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড.এ.কে.এম ইয়াহিয়া খন্দকার। তিনি বলেন, এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানবিক গুণাবলি ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষকরা পাঠদান করে থাকেন।
স্কুলের প্রধান শিক্ষক খন্দকার জাহানারা হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসর ড.খান মোঃ সাইফুল ইসলাম (ছাত্র বিষায়ক উপদেষ্টা, বাকৃবি) এবং প্রফেসর ড.মোঃ আজাহারুল ইসলাম (প্রোক্টর, বাকৃবি)।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
You must be logged in to post a comment.