বাকৃবিতে বিদ্যুৎ বিভ্রাট: জনজীবন অতিষ্ঠ

নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বেড়েছে বিদ্যুৎ বিভ্রাট। লোডশেডিংয়ের মাত্রা তীব্র আকার ধারণ করেছে ক্যাম্পাসে। তার সাথে যুক্ত হয়েছে তাপদাহ। তীব্র গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
দুপুরে প্রচন্ড গরমে বিদ্যুৎ না থাকায় ক্লাস করা দুর্বিষহ হয়ে পড়েছে। তাপপ্রবাহের কারণে সৃষ্ট তীব্র গরমে হাঁসফাঁস করছে সকলে। বিপর্যস্ত হয়ে পড়েছে ক্যম্পাসের জনজীবন।
গতকাল রাত থেকেই শুরু হয় এই লোডশেডিং। কিছুক্ষণ পর পর বিদ্যুৎ যাওয়া আসা করছে।
এ বিষয়ে সবুজবাংলাদেশ24.কম থেকে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী মো: আবদুল হাকিমের সাথে যোগাযোগ করে জানা যায় বিশ্ববিদ্যালয়ের জন্য অনুমোদিত লোড দিয়ে বর্তমান চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। অতিরিক্ত চাহিদা পূরণের জন্য বিশ্ববিদ্যালয়কে প্রতি ইউনিট এর বিপরীতে মূল্য পরিশোধ করতে হবে।
তিনি আরো জানান যদি সমস্যার সমাধান না হয় তবে বিদ্যুৎ বিভ্রাট চলতে থাকবে।