দিনে দুপুরে যৌন হয়রানির ঘটনায় আতঙ্কিত বাকৃবি

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রকাশ্য দিবালোকে যৌন হয়রানির ঘটনা ঘটেছে। গতকাল ১০ নভেম্বর (শুক্রবার) দুপুরে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ঐ শিক্ষার্থী জানায়, দুপুর ২:৪৫ এ বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সামনের রাস্তা দিয়ে লাইব্রেরির দিকে হেটে যাওয়ার সময় অপর দিক থেকে একজন হেটে আসছিলো। ঐ ব্যক্তি তার কাছে এসে হঠাৎ উলঙ্গ হয়ে তাকে লক্ষ করে অপ্রীতিকর কথা বলে ও বাজে অঙ্গভঙ্গি প্রদর্শন করে। এসময় ঐ রাস্তায় উপস্থিত অন্য কেউ ছিলো না।
এসময় আতঙ্কিত হয়ে ঐ শিক্ষার্থী দ্রুত হেটে ঐ জায়গা ত্যাগ করতে নিলে কিছুক্ষণ ঐ ব্যাক্তি তার পিছু পিছু আসে এবং পরে অন্য মানুষের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
উল্লেখ্য যে, একই দিনে ঐ একই জায়গায় আরো দুইজন মেয়ে সাইকেল নিয়ে যাওয়ার সময় একই ঘটনার সম্মুখীন হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানায়।
এরকম অপ্রীতিকর ঘটনায় ক্যাম্পাসের শিক্ষার্থীরা দ্রুত ঐ ব্যাক্তিকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায়।