প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে বাকৃবিতে শিক্ষক – কর্মকর্তা – কর্মচারীদের কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিবেদক:

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের করিডোরের বিভিন্ন অংশে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা পৃথকভাবে তাদের অবস্থান কর্মসূচি পালন করেন। আজ এ নিয়ে চতুর্থ দিনের মত সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন বাকৃবির শিক্ষকরা। তবে কর্মকর্তা ও কর্মচারীরা বিগত তিনদিন যাবত অর্ধদিবস কর্মবিরতি পালন করলেও আজ তারা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন।

শিক্ষকদের কর্মসূচির সভাপতিত্বে ছিলেন বাকৃবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার এবং সঞ্চালনা করেছেন শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তানভীর রহমান।

এসময় বাকৃবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের নির্দেশনায় আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। ১ থেকে ৪ জুলাই পর্যন্ত আমরা সর্বাত্মক কর্মবিরতি পালন করেছি। আমাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

এদিকে বাকৃবির কর্মচারীরা তাদের বিক্ষোভ সমাবেশে অর্থমন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সংলগ্ন করিডোর থেকে মিছিল বের করেন এবং বাকৃবির বিভিন্ন স্থাপনা প্রদক্ষিণ করে জব্বারের মোড়ে গিয়ে মিছিল এবং একইসাথে কর্মসূচির ইতি টানেন।

  •  
  •  
  •  
  •