ইয়াস বাংলাদেশের ৬৭তম আন্তর্জাতিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (ইয়াস) এর ৬৭তম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ইয়াস বাংলাদেশের বাকৃবি শাখা। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ইয়াস বাংলাদেশের বাকৃবি শাখার আঞ্চলিক পরিচালক মোহাম্মদ তামমি রাজ। সম্মেলনের মিডিয়া পার্টনার বাকৃবি প্রেস ক্লাব।
বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো হারুন-অর-রশিদের সভাপত্বিতে ও নেপালের রাবি রাউতের সঞ্চালনায় আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো আব্দুর রহিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো সাইদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন নেপাল, সুইজারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশের ইয়াস সদস্যসহ বাকৃবি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রায় ৮০জন শিক্ষার্থীরা।
১৪ দিনের আন্তর্জাতিক সম্মেলনটি বাকৃবি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ধারাবাহিক অনুষ্ঠিত হবে। উদ্ভোধনী অনুষ্ঠানসহ বাকৃবিতে তিন দিন চলবে বিভিন্ন বৈজ্ঞানিক কর্মশালা।
ড. আব্দুর রহিম বলেন, খাদ্য ব্যবস্থা এমনভাবে করতে হবে যাতে অপুষ্টির সমস্যা সমাধান করা যায়। সঠিক কৃষি ব্যবস্থার মাধ্যমে অপুষ্টি জনিত সমস্যা সমাধান করা সম্ভব।
উল্লেখ্য, ইয়াস একটি ইন্টারন্যাশনাল ছাত্র সংস্থা যেটি এগ্রিকালচার এবং এগ্রিকালচার সম্বন্ধীয় বিষয়ে ছাত্র-ছাত্রীদের একতাবদ্ধ করে কৃষিতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে।
  •  
  •  
  •  
  •