বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো চ্যারিটি কনসার্ট “মিউজিক ফর হিউম্যানিটি”

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো চ্যারিটি কনসার্ট “মিউজিক ফর হিউম্যানিটি”। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মিউজিক্যাল রেজিমেন্টের আয়োজনে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে কনসার্টটি অনুষ্ঠিত হয়।
দুটো কিডনি নষ্ট হয়ে যাওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ছাত্র মোবাশ্বের হোসেনেকে বাঁচাতে ও তার চিকিৎসায় সহযোগিতার লক্ষ্যে এই কনসার্টটির আয়োজন করা হয়। কনসার্টের টিকিট বিক্রির পুরো টাকাটাই তার চিকিৎসায় ব্যায় করা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
কনসার্টটি উদ্বোধন করেন মিউজিক্যাল রেজিমেন্টের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. নাসরিন সুলতানা জুয়েনা। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর প্রফেসর ড. আফরীনা মুস্তারিন, প্রফেসর ড. শফিকুল ইসলাম, প্রফেসর ড. শাবু এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খন্দকার তাইফুর রিয়াদ ও সাধারণ সম্পাদক মো মেহেদী হাসান।
কনসার্টে অংশ নেয় দেশের জনপ্রিয় মিউজিক ব্যান্ড জলের গান। এছাড়াও অংশ নেয় অর্ঘ্য দেব এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যান্ড ফেডেড ব্লু ও অ্যাক্রোনেজ।
কনসার্টের মিডিয়া পার্টনার হিসেবে ছিল সবুজ বাংলাদেশ24.কম এবং সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ইউনিট।
You must be logged in to post a comment.