প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৩৯ হাজার পরিবার

নিউজ ডেস্ক:
দেশে আরও ৩৯ হাজার ৩৬৫টি ঘর পেয়েছেন গৃহ ও ভূমিহীন পরিবার। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (২২ মার্চ) চতুর্থ পর্যায়ে ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তর করা হলো।
এতে ২ লাখ ৫৯ হাজার ২৩৭টি পরিবারের মধ্যে দুই লাখ ১৫ হাজার ৮২৭টি পরিবারকে ঘর হস্তান্তর সম্পন্ন হচ্ছে।
সরকারের হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, দেশে ভূমিহীন-গৃহহীন পরিবারের সংখ্যা ২ লাখ ৫৯ হাজার ২৩৭টি। এরমধ্যে প্রথম পর্যায়ে ৬৩ হাজার ৯৯৯টি, দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৩০টি, তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ৩২ হাজার ৯০৪টি, তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর করা হয়।
You must be logged in to post a comment.