সোহাগ রায়’র কবিতা ‘প্রতিবাদ’
হে প্রতিবাদ, তুমি ধীরে আসো আমার কাছে
নিরবে, নিভৃতে, নিঃশব্দে এসো।
দেখো, কেউ যেন টের না পায়
কেউ যেন বুঝতে না পারে, কেউ যেন শুনতে না পারে।
কেউ যেন জানতে না পারে, তোমার আসার খবর
প্রতিবাদ, তুমি ধীরে আসো, আরও ধীরে ।
প্রতিবাদ, তুমি চুপি চুপি এসো আমার কাছে
তুমি আমার মাথায় বসো না, কণ্ঠে বসো না।
তুমি আমার কলমে বসো, আমার চিন্তায় বসো
হে মিষ্টি প্রতিবাদ তুমি এসো, আমি তোমার প্রতীক্ষায়।
_____________________________________________________
সোহাগ রায়,
শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।