পৃথিবীর দিকে ধেয়ে আসছে ট্রাকের সমান একটি গ্রহাণু

বিজ্ঞান ডেস্ক:পৃথিবীর দিকে ধেয়ে আসছে ডেলিভারি ট্রাকের সমান একটি গ্রহাণু। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে এই গ্রহাণুটি।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে গ্রহাণুটি। তবে এটি পৃথিবীতে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই।
বিজ্ঞানীরা বলছেন, মহাকাশ শিলাটি পৃথিবীর অনেক কাছাকাছি আসলেও এর বেশিরভাগই বায়ুমণ্ডলে পুড়ে যাবে, কিছু বড় টুকরো সম্ভবত উল্কাপিণ্ডের মতো পড়ে যাবে।

ক্যালিফোর্নিয়ার পাসাডেনাতে এজেন্সির জেট প্রপালশন ল্যাবরেটরির একজন প্রকৌশলী ডেভিড ফার্নোচিয়া বলেছেন, খুব বেশি পর্যবেক্ষণ করার সুযোগ না হলেও গ্রহাণুটি যে পৃথিবীর বেশ কাছাকাছি আসবে তা ভবিষ্যদ্বাণী করতে সক্ষম হয়েছে স্কাউট।

  •  
  •  
  •  
  •