মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলের প্রাক্কালে বিদ্যালয় শ্রেণিকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. এম. এ. এম ইয়াহিয়া খন্দকার।
অধ্যাপক ইয়াহিয়া খন্দকার উপস্থিত শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তিনি আরোও বলেন,” বড়দের প্রতি শ্রদ্ধাশীল ও ছোটদের প্রতি স্নেহশীল হওয়ার পাশাপাশি অসহায়দের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সালমা আক্তারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন, পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান ও সবুজ বাংলাদেশ24.কম এর সম্পাদক অধ্যাপক ড. মো: সহিদুজ্জামান।
সবশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কেরাত, আবৃত্তি, হামদ নাথ ও দোয়া পাঠের মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভর্যপূর্ণভাবে মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।