কম্বাইন হারভেস্টার কি? জানুন বিস্তারিত

বিজ্ঞানের উন্নতর সফলতার কারণে অন্যান্য কাজের মতন কৃষি কাজ ও এখন অনেক সহজ করা সম্ভব হয়েছে।
আধুনিক কৃষি যন্ত্রের কারণে জমি চাষ, বীজ বপন, সার ও সার স্প্রে করা, ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহার, সেচ, আগাছানিয়ন্ত্রণ, ফসল কাটা ইত্যাদি অনেক কৃষি কাজ হয়ে গেছে অনেক সহজ। কম্বাইন হার্ভেস্টার মেশিনও এই আধুনিক কৃষি মেশিনেরঅন্তর্ভুক্ত।
আসুন জানি এর বিস্তারিত তথ্যঃ
কম্বাইন হারভেস্টার মেশিন কি?
- এটি একটি আধুনিক কৃষি যন্ত্র, যার সাহায্যে ফসল তোলার পাশাপাশি শস্য পরিষ্কারের কাজ সহজেই করা যায়।
কম্বাইন হার্ভেস্টার মেশিন দিয়ে কোন ফসল কাটা যায়?
- এই মেশিন দ্বারা ধান, সয়াবিন, সরিষা, গম ইত্যাদি অনেক ফসল সফলভাবে কাটা যায়।
কম্বাইন হার্ভেস্টার মেশিন কিভাবে কাজ করে?
- এই মেশিনের সামনের অংশে লাগানো ছুরি বা কাটার দিয়ে কাটা হয় ফসল।
- এর পরে ফসল কনভেয়র বেল্ট দ্বারা ড্রেসিং ইউনিটে যায়।
- এখানে ড্রেসিং ড্রাম এবং কংক্রিট ক্লিয়ারেন্সের বিরুদ্ধে ঘষে ফসলের শস্য আলাদা হয়ে যায়।
- এতে রাখা চালনী দিয়ে শস্য পরিষ্কার করা হয় এবং প্যারা ব্লোয়ার থেকে আলাদা করা হয়।
- এই মেশিনে স্থাপিত পাথর ফাঁদ ইউনিট শস্য থেকে নুড়ি এবং মাটির টুকরা আলাদা করে।
কম্বাইন হারভেস্টার মেশিন ব্যবহারের সুবিধা
- এই মেশিন ব্যবহার করে শ্রম খরচ কমে আসে।
- কম সময়ে ফসল তোলা যায়।
- এই মেশিন দ্বারা কাটা ফসল বীজ উৎপাদনেও ব্যবহার করা যেতে পারে।
- এই আধুনিক কৃষি যন্ত্রের সাহায্যে মাঠে ঘুমিয়ে থাকা ফসলও কাটা যায়।
- ফসল কাটার পর গাছ থেকে শস্য আলাদা করাও সহজ।
- এই যন্ত্রটি দানার মধ্যে আসা নুড়ি, মাটি ইত্যাদি আলাদা করে।
এই যন্ত্র ব্যবহারে একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগ এড়িয়ে ঘরে ফসল তুলতে পারছেন কৃষকরা অপরদিকে শ্রমিক খরচ কমিয়েকৃষকরা পাচ্ছেন অধিক মুনাফা।
বাংলাদেশ সরকারের সরাসরি হস্তক্ষেপে চলতি বছরে হাওড় অঞ্চলের বন্যা কবলিত এলাকার কৃষকরা কম্বাইন হারভেস্টার মেশিনব্যবহার করে ক্ষতি ছাড়াই ফসল ঘরে তুলতে পেরেছেন।