গাভীর জরায়ু বেরিয়ে আসলে জেনে নেই কি করণীয়
নিউজ ডেস্কঃ
আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে ব্যাপকহারে গরু পালন করা হয়ে থাকে। অনেকেই দুধ উৎপাদনের জন্য গাভীর খামার গড়ে তোলেন। গাভী পালনে অনেক সময় গাভীর জরায়ু বেরিয়ে আসার সমস্যায় পড়তে হয়। আর এ সময় খামারিদের কিছু কাজ করতে হবে।
গাভীর জরায়ু বেরিয়ে আসা বা ইউটেরাইন প্রলেপস সমস্যা রোধে করণীয়ঃ
গাভীর এই সমস্যাটি সাধারণত ক্যালসিয়ামের ঘাটতি বা হাইপো ক্যালসিমিয়ার কারণে হয়। গাভীর খাদ্য তালিকায় পর্যাপ্ত কাঁচা ঘাস এবং ক্যালসিয়াম ও বিভিন্ন ক্ষনিজ উপাদান না থাকাই এই সমস্যার মূল কারণ।
গাভীর জরায়ু বেরিয়ে একজন খামারি যা করবে:
১. গাভীকে ক্যালসিয়াম দেয়া যেতে পারে।
২. চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী যে কোন একটি ব্রড স্পেকট্রাম এন্টিবায়োটিক দেয়া যেতে পারে।
৩. প্রথমে বেরিয়ে আসা জরায়ু ভালো করে পটাশ দিয়ে ধুয়ে আবার ভেতরে ঢুকিয়ে দিতে হবে।
৪. যোনী পথ বা ভালভার উপরের দিক সেলাই করে দিতে হবে যাতে সেটা আবার বেরিয়ে না যায়।
৫. গাভীকে তার ঘরে উলটা দিক করে বাঁধতে হবে অর্থাৎ মেঝের ঢালের উঁচু অংশের দিকে গাভীর পেছনের দিক এবং নিচু অংশের
দিকে সামনের দিক থাকবে এভাবে কয়েকদিন বাঁধতে হবে।
এছাড়া গাভী যেন অতিরিক্ত মোটা না হয়ে যায়,গাভী কে পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়ানো আর গাভীর খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও অন্যান্য পুষ্টিকর রাখতে হবে।