অনলাইনে কিনুন রাজশাহীর আম

রাজশাহী প্রতিনিধি:
আমের রাজধানী রাজশাহীতে এখন পুরোদমে আমের বেচাকেনা শুরু হয়েছে। তবে এবার প্রথমবারের মতো সেখানে শুরু হয়েছে অনলাইনে এই ব্যবসা। ক্রেতারা অনলাইনে আম ও বাজার মূল্য দেখে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমের অর্ডার করতে শুরু করেছেন।
রাজশাহীর একদল তরুণ ব্যবসায়ী এই প্রথম অনলাইনে বাগান থেকে পাড়া শতভাগ কেমিক্যালমুক্ত আম অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে বাজারজাত করছেন। এর ফলে রাজশাহীর আমের যেমন সুনাম বজায় থাকছে, তেমনি ক্রেতারাও বাড়িতে বসে বাগানের সুস্বাদু আমের স্বাদ গ্রহণ করার সুযোগ পাচ্ছেন।
রাজশাহী ম্যাঙ্গো নামের একটি ফেসবুক পেজ খুলে এবং মোবাইলের মাধ্যমে অনলাইনে আমের ব্যবসার বিস্তার ঘটিয়েছেন জেলার দুর্গাপুরের কয়েকজন তরুণ আম ব্যবসায়ী। যারা দীর্ঘদিন ধরে আমের ব্যবসার সঙ্গে জড়িত।
এদের মধ্যে একজন আলতাফ হোসেন জানান, তারা কয়েকজন মিলে আগেই আমের বাগান লিজ নিয়ে থাকেন। আবার নিজেদেরও কিছু আমের বাগান রয়েছে। যেসব বাগানে বছরজুড়ে চলে পরিচর্যা। মৌসুমে এলে সেই আম বাজারজাত করেন। এসব আম বাজার থেকে মধ্যসত্বভোগীরা কিনে নিয়ে নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে থাকেন। ফলে ঢাকাসহ দেশের অন্যান্য প্রান্ত থেকে রাজশাহী আম পেতে হলে ক্রেতাকে অতিরিক্ত অর্থ যেমন গুনতে হয়, তেমনি আমের গুনগত মাণ নিয়েও দেখা দেয় প্রশ্ন। তাই এবার নিজেরাই ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে ক্রেতার হাতে রাজশাহীর বাগান থেকে পাড়া সরাসরি আম ক্রেতার হাতে পৌঁছে দিতে অনলাইন মার্কেট খুলেছেন তারা।
৪-৫ জন মিলে ফেসবুক পেজ ও মোবাইলের মাধ্যমে অনলাইনে আমের ব্যবসা শুরু করেছেন। যা রাজশাহী থেকে এটিই আমের অনলাইন প্রথম ব্যবসা।
তিনি আরো জানান, ফেসবুক বা মোবাইলের মাধ্যমে আমের অর্ডার নিয়ে গ্রাহকদের নিজ ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে অথবা অন্য কোনো যানবাহনে আম পাঠানো হচ্ছে। আবার বড় অর্ডার পেলে সরাসরি নিজেদের পরিবহণে করেই ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আম সরবরাহও করছেন।
www.facebook.com/Mango-rajshahi-1740220576190150 পেজ বা মোবাইলের (০১৯১১২৩০৩০৫) মাধ্যমে এরই মধ্যে অনলাইন ব্যবসার প্রচার-প্রচারণা ও ব্যবসা শুরু করেছেন বলেও জানান আলতাফ হোসেন।
তিনি বলেন, আমের মূল্য মোবাইলে বিকাশের মাধ্যমে অথবা ব্যাংক একাউন্টে জমা নেওয়া হচ্ছে। আর এভাবেই রাজশাহী থেকে আমের অনলাইন ব্যবসা শুরু করেছেন তারা কয়েকন তরুণ আম ব্যবসায়ী।