সানন্দের বাবা

নিজস্ব প্রতিবেদক- “আমার বাবা মারা গেছেন ২০১১ সালে। বাবাকে কল্পনা করেই লিখেছি কবিতাটা।” কথাগুলো বলছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানন্দ সিংহ রায়।

সানন্দ বলেন, এই কবিতাটি পৃথিবীর সকল বাবাদের আত্মত্যাগের প্রতি উৎসর্গীকৃত।

 

— — —

বাবা মানে বটবৃক্ষ, বাবা মানেই আশ্বাস,

প্রতিক্ষণে মনে করি, তুমি আমার নিঃশ্বাস।

আঁধার পথে জ্বালাও আলো, দেখাও সঠিক পথ,

তোমার ছায়ায় নির্ভয়ে চলে সন্তানের জীবন-রথ।

 

বাবা মানে নির্ভরতা, বাবা মানেই অনুপ্রেরণা,

শত কষ্ট করেও তুমি ঘুচাও মোদের যন্ত্রণা।

আমার বাবা আমার কাছে সকল রাজার রাজা,

বাবা, তুমি ধরিয়ে দিও মোরে সফলতার ধ্বজা।

 

বাবা মানে সাহস, বাবা মানেই বিশ্বাস,

সন্তানের তরে তুমি অফুরন্ত ভালোবাসার আকাশ।

বাবা, তুমি থাকলে পাশে, স্বপ্ন বুনতে পারি,

তোমার দেখানো পথে হাঁটবো—এই সংকল্প করি।

 

বাবা মানে ত্যাগ, বাবা মানেই নিরাপদ আশ্রয়,

থাকলে পাশে সারাটি জনম, স্বপ্ন করি জয়।

তোমার ঋণ কেমনে শুধি বলো একটি বার,

সাধ্য কি আছে মোর, এ জীবন ক্ষুদ্র আমার।

 

উৎসর্গ: তোমার কাঁধে মাথা রেখে দেখেছি পৃথিবী, বাবা।

আশিক/এসবি

  •  
  •  
  •  
  •  

Tags: ,