
গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ

নিউজ ডেস্কঃ দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) সবশেষ ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এতে ভাইরাসটির সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ জনেই রয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৩ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৫৭৭ জনে।
এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৮৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮১ হাজার ৩০৪ জন।
এর আগে, মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। এ সময়ে করোনা শনাক্ত হয় ৬৯ জনের দেহে।
You must be logged in to post a comment.