গ্যাসের বড় মজুতের সন্ধান পেয়েছে বাপেক্স

নিউজ ডেস্ক: ভোলা নর্থ-২ কূপে প্রাকৃতিক গ্যাসের বড় মজুদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সোমবার (২৩ জানুয়ারি) ভোলায় এ গ্যাসকূপের সন্ধান পেয়েছে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

মন্ত্রণালয় জানায়, ভোলা নর্থ-২ কূপে প্রাকৃতিক গ্যাসের বড় মজুতের সন্ধান পেয়েছে বাপেক্স। এ কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব।

বাপেক্স জানিয়েছে, চুড়ান্ত উৎপাদন পরীক্ষা শেষে এ কূপ হতে গ্যাস উৎপাদনের হার নির্ণয় করা হবে।

গত বছরের ৫ ডিসেম্বর ভোলা নর্থ-২ এর কুপ খনন কার্যক্রম শুরু হয়। ৩ হাজার ৪শ’ ২৮ মিটার গভীরতায় সফলভাবে কূপ খনন কার্যক্রম শেষ হয় চলতি বছরের ১৭ জানুয়ারি।

  •  
  •  
  •  
  •  
ad0.3