শাবিপ্রবির শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মশাল মিছিল

রাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বামজোট। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয় লাইব্রেরীর পেছন থেকে মিছিল কর্মসূচিটি বের হয়। পরে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শামসুজ্জোহা চত্বরে এসে মিছিলটি সমবেত হয়।
এসময় ‘দুনিয়ার মজলুম, এক হও লড়াই করো’, ‘সাস্টে হামলা কেন প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই আহত কেন প্রশাসন জবাব চাই’ ইত্যাদি তারা স্লোগান দেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর
যুগ্ম আহ্বায়ক মো. শাকিল বলেন, শাবিপ্রবিতে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির কথা না শুনেই তাদের ওপর হামলা চালানো হয়েছে৷ এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। তাদের ওপর এমন ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানাই। তাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।
ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন বলেন, শাবিপ্রবির শিক্ষার্থীদের উপরে পুলিশ গতকাল হামলা চালিয়েছে। প্রথম দফায় শিক্ষক সমিতি হামলা চালিয়ে ছত্রভঙ্গ করতে না পারায় ছাত্রলীগ দিয়ে হামলা করিয়েছে। তারপরও তারা আন্দোলন থেকে সরেনি দেখে পুলিশ দিয়ে পেটানো হয়েছে। এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। সারাদেশে ছাত্র হোক কিংবা জনগণ নায্য দাবিতে রাস্তায় নামলে প্রশাসন চেষ্টা করে জোরপূর্বক তাদেরকে রাস্তা থেকে তুলে দিতে।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাবি শাখার আহ্বায়ক রিদম শাহরিয়ার সঞ্চালনায় সমাবেশে নেতাকর্মীরা আরও বলেন, এমনকি ফেসবুকে কোন পোস্ট দিলে, সেটার জন্যও আমাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। এভাবে সারা দেশে আমাদের মত প্রকাশের অধিকার, কথা বলার অধিকার হরণ করা হচ্ছে। সাস্টের শিক্ষার্থীরা ভিসির অপসারণসহ যে তিন দফা দাবিতে আন্দোলন করছে। সে দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তারা।