কুড়িগ্রামে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাবে খামারিরা আতঙ্কে,১০ গরুর মৃত্যু

নিউজ ডেস্ক:
কুড়িগ্রামে গরুর শরীরে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে জেলায় গত পাঁচ দিনে এ পর্যন্ত ১০টি গরু মারা গেছে। এছাড়া শতাধিক গরু এ রোগে আক্রান্ত হয়েছে।

পল্লী চিকিৎসক,কবিরাজ ও হোমিওপ্যাথিক চিকিৎসকদের দেখালেও সারছে না রোগ। ফলে গোয়ালঘর শূন্য হওয়ার আতঙ্কে রয়েছেন খামারিরা।

কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ বিভাগ জানায়,রোগটি দ্রুত ছড়ায় এ রোগ ১৩ ইউনিয়নে ও একটি পৌরসভায় দেখা দিয়েছে। এটি আফ্রিকান রোগ। এ রোগের প্রতিষেধক নাই। ফলে গোট পক্স ভ্যাকসিন দিয়ে প্রতিরোধের চেষ্টা চলছে।

জেলার বিভিন্ন জায়গায় এ রোগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কল্যাপাড়া, বজরা ইউনিয়নের খামার বজরা, দুর্গাপুর ইউনিয়নের কামাল খামার ও ধরনিবাড়া ইউনিয়নের মাঝবিল গ্রামে এ রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দিয়েছে।

খামারিদের অভিযোগ, প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তাই তারা পল্লী চিকিৎসক, কবিরাজ ও হোমিওপ্যাথিক চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন। কিন্তু তাদের দেওয়া ওষুধে কাজ হচ্ছে না বলে তারা দুশ্চিন্তায় আছেন।

  •  
  •  
  •  
  •  
ad0.3