পুলওয়ামায় বন্দুকযুদ্ধে ফের ৫ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মেজরসহ পাঁচ সেনা নিহত হয়েছে।

সোমবার ভোরে পুলওয়ামার পিংলান এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কিছু জঙ্গি উপস্থিত আছে, এমন বিশ্বস্ত খবরে সোমবার ভোরে ওই এলাকাটি চারদিক থেকে ঘিরে ধরে ভারতের সেনাবাহিনীর ৫৫ আরআর, সিআরপিএফ ও এসওজির যৌথ দল।

পুলিশ জানায়, অনুসন্ধান অভিযান চলাকালে জঙ্গিরা যৌথ বাহিনীর ওপর গুলি ছোঁড়ে। শুরু হয় বন্দুকযুদ্ধ।

বন্দুকযুদ্ধে মেজর ডিএস ধনদিয়াল, হেড কনস্টেবল সেভ রাম, সিপাহি অজয় কুমার ও হরি সিং নিহত হন। বন্দুকযুদ্ধে গুরুতর আহত সিপাহি গুলজার মোহাম্মদ পরে চিকিৎসাধীন অবস্থায় বাদামিবাগ শ্রীনগর হাসপাতালে মৃত্যুর কাছে হার মানেন।

বন্দুকযুদ্ধ চলাকালে গুলিতে দুই বেসামরিক নাগরিকও মারা গেছেন। এরা হলেন ওই জঙ্গিরা যেসব বাড়িতে আস্তানা গড়েছিল তাদের মালিক।

পুলওয়ামায় সিআরপিএফের ওপর জঙ্গি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৪৪ সদস্য নিহত হওয়ার কয়েক দিনের মধ্যে এই পাঁচ সেনা বন্দুকযুদ্ধে নিহত হলেন।

তথ্য : টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি

  •  
  •  
  •  
  •  
ad0.3