বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে ৬০ লাখ নার্সের ঘাটতি

অনলাইন ডেস্কঃ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে এখনও ৬০ লাখ নার্সের ঘাটতি রয়েছে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ ঠেকাতে বিশ্ব যখন লড়াই চালিয়ে যাচ্ছে, তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, সারা পৃথিবীতে আরো প্রায় ৬০ লাখ নার্স দরকার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস এক বিবৃতিতে বলেন, যেকোনো স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড হলো নার্স।

আজ কোভিড-১৯ মোকাবিলার লড়াইয়ে অধিকাংশ নার্স রয়েছেন সামনের কাতারে। বার্তা সংস্থা বাসস এ খবর জানিয়েছে। টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস বলেন, বিশ্বকে সুস্বাস্থ্যময় রাখতে নার্সদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া খুবই গুরত্বপূর্ণ।

নার্সিং নাউ, ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস (আইসিএন) এবং জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এর গুরুত্ব তুলে ধরা হয়।

  •  
  •  
  •  
  •  
ad0.3