চাঁদ দেখা গেছে, শনিবার রমজান শুরু

নিউজ ডেস্কঃ

বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার থেকে রমজান মাস শুরু হচ্ছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশে চলমান ‘লকডাউন’ পরিস্থিতি মধ্যেই ইবাদতের বসন্তকাল ‘পবিত্র রমজান মাস’ শুরু হলো। আহলান সাহলান, ইয়া শাহরু রামাজান। খোশ আমদেদ, মাহে রমজান।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ইসলামিক ফাউন্ডেশনের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন গনণমাধমকে।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গোটা দুনিয়া কার্যত অচল। এমনই কঠিন সময়ে এলো পবিত্র রমজান। রমজান মাসব্যাপী রোজা পালন ফরজ।

চাঁদ দেখা যাওয়ার কারণে শুক্রবার এশার নামাজের পর আদায় করতে হবে তারাবির নামাজ। রোজা রাখতে ভোররাতে খেতে হবে সেহরি। ঢাকায় সেহরির শেষ সময় রাত ৪টা ৫ মিনিট।

রমজান মাসে মসজিদগুলো উপচেপড়া ভিড় থাকে। কিন্তু এবার করোনার বিস্তার রোধে মসজিদের জামাত, জুমা স্থগিত। ধর্ম মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, তারাবিতে দুই হাফেজ, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমসহ ১২ জনের বেশি অংশ নিতে পারবেন না।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার থেকে রোজা শুরু হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: