কোন দেশে কয় ঘণ্টা রোজা

নিউজ ডেস্কঃ

ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন দেশে দিন ও রাত্রির যেমন তারতম্য আছে তেমনি তারতম্য আছে রোজার সময়ে। সূর্য উদয় বা অস্ত যাওয়ার ওপর নির্ভর করে রোজার সময়। তাই বিশ্বের কোন কোন অঞ্চলে দিন ছোট কোথাও বা দিন বড় হওয়ায় রোজা রাখার ঘন্টা কম বেশি হচ্ছে।

গলফ নিউজের তথ্য মতে, এ বছর দীর্ঘ ২০ ঘণ্টা রোজা রাখতে হবে রাশিয়ার মুরমান্সক, গ্রিনল্যান্ড, নরওয়ে ও ফিনল্যান্ডের মুসলিমদের। সবচেয়ে ছোট সময়ের রোজা হবে ১১ ঘণ্টা ৫ মিনিট চিলি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা ও নিউজিল্যান্ডে।

সুইডেন আর জার্মানিতে প্রায় ১৭ ঘণ্টা।

যুক্তরাজ্যের লন্ডনে ১৬ ঘণ্টা ৯ মিনিট। কানাডার টরেন্টোতে ১৫ ঘণ্টা ২৩ মিনিট। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ১৫ ঘণ্টা ৪৮ মিনিট। রাশিয়ার মস্কোতে ১৭ ঘণ্টা ১৭ মিনিটি।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা। ফিলিস্তিনের জেরুজালেমে ১৪ ঘণ্টা ৪৬ মিনিট। তুরস্কের আঙ্কারায় ১৬ ঘণ্টা ৫ মিনিট। ইরানে ১৫ ঘণ্টা। জাপানের টোকিওতে প্রায় ১৫ ঘণ্টা।

বাংলাদেশ এবং ভারতে প্রায় ১৪ ঘণ্টা ৩০ মিনিট। পাকিস্তানে ১৫ ঘণ্টা।

তবে যে সব এলাকায় বা অঞ্চলে সূর্য উদয় এবং অস্ত খুব কাছাকাছি (প্রায় ৩ ঘন্টার কম) বা বোঝাই যায় না এক্ষেত্রে ফতোয়া হচ্ছে সেই অঞ্চলের মুসলিমরা পার্শ্ববর্তী দেশ বা অঞ্চল যেখানে দিন রাত্রির পার্থক্য বোঝা যায় সেই সময় অনুসরণ করতে হবে।

 

  •  
  •  
  •  
  •