কৃষক আন্দোলন নিয়ে মোদির আক্রমণ

নিউজ ডেস্কঃ
কৃষক আন্দোলন নিয়ে গতকাল বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল দেশের কৃষক সমাজের প্রতি বার্তা দিয়ে মমতার কড়া সমালোচনা করেন নরেন্দ্র মোদি। কালক্ষেপ না করে তৃণমূল শিবির থেকে সেই আক্রমণের জবাব দেন দলের প্রবীণ এমপি সৌগত রায়। তার কথায়, প্রধানমন্ত্রীর দাবি সর্বৈভ মিথ্যা। খবর আনন্দবাজার পত্রিকার
শুক্রবার অভিযোগের সুরে প্রধানমন্ত্রী মোদি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ১০ বছর ধরে সরকার চালাচ্ছেন। রাজনৈতিক কারণেই পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় প্রকল্প চালু করতে দিচ্ছে না। ৭০ লাখ কৃষক অনলাইনে কৃষকনিধি সম্মান প্রকল্পের জন্য আবেদন করেছেন। আমার দুঃখ যে সারা দেশে এই প্রকল্প চালু হয়ে গেলেও পশ্চিমবঙ্গে তা চালু করা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর বক্তৃতা শেষ হওয়ার পরেই পালটা আক্রমণ শুরু করেন সৌগত।
তিনি বলেন, কিসান নিধি প্রকল্পে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই। কিন্তু কেন্দ্রকে রাজ্যের কথা শুনতে হবে। এক্ষেত্রে রাজ্যকে এড়িয়ে কেন্দ্র নাক গলাতে চাইছে। রাজ্য সরকার বলেছিল কেন্দ্র কৃষকদের জন্য যে টাকা দেবে, তা রাজ্যের হাতে দিক। এটা খুব সহজ একটা দাবি ছিল। ওরা তা মেনে নিতে পারতো। রাজ্য সরকারের অ্যাকাউন্টে টাকা দিলে রাজ্য সরকার তা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দিত।
এদিকে ভারতে চলমান কৃষক আন্দোলন নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে চিঠি দিয়েছে সাত কংগ্রেসম্যান। তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘কৃষক আন্দোলনকে কেন্দ্র করে অসংখ্য ইন্দো-আমেরিকান সরাসরি প্রভাবিত হয়েছেন। কারণ পাঞ্জাবে আমাদের পূর্বপুরুষ এবং পরিবারের জমি-বাড়ি রয়েছে। ভারতে পরিবারের সদস্যদের জন্য উদ্বিগ্ন আমরা। এই গুরুগম্ভীর পরিস্থিতিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করছি।’