বাকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোববার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হল সংলগ্ন প্রথম শহীদ মিনারে ১২.০১ মিনিটে উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর পুষ্পস্তবক অর্পন করেন এবং আবাসিক হলগুলোতে স্ব স্ব হলের প্রভোস্টগণ শিক্ষার্থীদের নিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।

সকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাব প্রাঙ্গনের সামনে থেকে শহীদ মিনার অভিমুখে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব, শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মচারি সমিতি, কর্মচারি ইউনিয়ন, হল প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীগণ এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার, প্রশাসন ভবন ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: