সাকিবের পরিবর্তে অধিনায়ক হবেন শুভাগত

আবাহনী
নিউজ ডেস্কঃ
গত ১১ই জুনের আবাহনী-মোহামেডান ম্যাচে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে আবারো আলোচনায় সাকিব আল হাসান।
এ ঘটনায় সাকিবের বিরুদ্ধে লেভেল-৩ পর্যায়ের আচরণবিধি ভাঙার অভিযোগ আনা হয়েছে।

শাস্তি হিসেবে ঘরোয়া ক্রিকেটে ৩ ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে নাম্বার ওয়ান অলরাউন্ডারকে।

সাকিবের এমন নিষেধাজ্ঞার ফলে মোহামেডানের অষ্টম রাউন্ডের ম্যাচে অধিনায়কত্ব করছেন অফস্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম। রবিবার (১৩ জুন) বিকেএসপির ৪ নম্বর মাঠে ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হয়েছে মোহামেডান। এই ম্যাচে অধিনায়ক হিসেবে টস করেছেন শুভাগত।

নিষিদ্ধ হওয়ায় মোহামেডানের অষ্টম থেকে দশম রাউন্ড পর্যন্ত ম্যাচগুলো খেলতে পারবেন না সাকিব। সব ঠিক থাকলে প্রথম পর্বের শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে আবারো খেলায় ফিরবেন তিনি।

আর মোহামেডান যদি সুপার লিগে উঠে তবে পরের পাঁচটি ম্যাচ খেলতে পারবেন তিনি।

স্টাম্প কান্ডের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও বিতণ্ডায় জড়ান সাকিব।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন সাকিব ।
  •  
  •  
  •  
  •  

Tags: , ,