সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ হবে আগামী সোমবার

নিউজ ডেস্ক: সৌদি আরবে আগামী সোমবার (০২রা মে,২০২২) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। দেশটির আকাশে আজ শনিবার(৩০শে এপ্রিল, ২০২২) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল রবিবার ৩০রমজান পূর্ণ হবে।
সংযুক্ত আরব আমিরাতেও আগামী সোমবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।
খালিজ টাইমস জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি শনিবার কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখতে না পাওয়ায় রবিবার রমজান মাসের শেষ দিন এবং সোমবার শাওয়াল মাসের প্রথম দিন ও পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।