বাকৃবিতে ইন্টারনেট সেবা ব্যাহত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গত কয়েকদিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। জানা যায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট সার্ভিসে লগইন করা সম্ভব হচ্ছে না। ইন্টারনেট সেবা ব্যহত হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
এই ব্যপারে আইসিটি সেলে যোগাযোগ করলে ডেপুটি চিফ কম্পিউটার প্রোগ্রামার কাজী সঞ্চয় আহমেদ বলেন, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের সার্ভার বিপর্যয়ের কারণে সাময়িক এই অসুবিধা সৃষ্টি হয়েছে।
তিনি আরো জানান ঢাকা থেকে ইতোমধ্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বিডিরেনের টেকনিশিয়ানরা এসে কাজ করছে। দুই একদিনের মধ্যে ইন্টারনেট সংযোগ চালু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এছাড়াও ক্যাম্পাসে ধীরগতির ইন্টারনেট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন সমস্ত ক্যাম্পাস কভার করার জন্য পর্যাপ্ত ডিভাইস তাদের কাছে নেই। বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সাথে এ ব্যাপারে কথা বলে পর্যাপ্ত ডিভাইস আনার কথা জানান তিনি।

