বাকৃবিতে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদীয় শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশীপ প্রোগ্রামের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আওতাধীন বিএসসি এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং (ব্যাচ-৫৬) এবং বিএসসি ফুড ইঞ্জিনিয়ারিং (ব্যাচ-১৯) প্রোগ্রামের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথম ইন্টার্নশীপ প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন ইন্টার্নশীপ ম্যানেজমেন্ট কমিটি (এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং) এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইন্টার্নশীপ ম্যানেজমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোঃ আব্দুল আলীম ইন্টার্নশীপের সংক্ষিপ্ত নিবন্ধন উপস্থাপন করেন। অনুষ্ঠানে সহকারী অধ্যাপক নীলিমা দাস এবং জিকেশ বর্মণ সঞ্চালনার দায়িত্ব পালন করেন। এছাড়াও দুইজন ইন্টার্ন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রোগ্রামের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের প্রতি ধৈর্য, নিয়মানুবর্তিতা এবং পেশাগত দায়িত্বশীলতার সাথে ইন্টার্নশীপ সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানান।

তিনি বলেন, “ইন্টার্নশীপ চলাকালে শিক্ষার্থীদের আচরণ ও কর্মকাণ্ড যেন বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখে এবং তা আরও বৃদ্ধি পায়, সেদিকে সকলের মনোযোগী হতে হবে।”

তিনি সংশ্লিষ্ট শিক্ষকদের ইন্টার্নদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেন, যাতে তারা প্রাথমিক সমস্যাগুলো কাটিয়ে উঠে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে।

এছাড়াও, তিনি ভবিষ্যতে ইন্টার্নশীপের সময়সীমা আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, সাবেক ডিন, সিনিয়র শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

উল্লেখ্য, দুই মাস মেয়াদি ৫ ক্রেডিটের এই ইন্টার্নশীপ প্রোগ্রামে সর্বমোট ১৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

আসিফ/এসবি

  •  
  •  
  •  
  •