রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন, রংপুরঃ

রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি সোমবার দুপুর ২টায় কলেজের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি (IIAST) রংপুর এ উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেমিনারে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষক ও একাদশ এবং দ্বাদশ শ্রেনির ছাত্র-ছাত্রীদের উপস্তিতিতে “ফুড সায়েন্স এন্ড টেকনোলজি”, ফিশারীজ ও মাইক্রোবায়োলজি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয় এবং এসব যুগোপযুগি বিষয়ে বৃহত্তর রংপুরে একমাত্র IIAST তে  বিএসসি অনার্স করার সুযোগ আছে বলে জানানো হয়। সেমিনার পরবর্তী প্রশ্নত্তোর পর্বে গুরুত্বপুর্ণ এসব বিষয়ে দেশ বিদেশে চাকরির বাজার এবং গবেষণার সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়। প্রতিষ্ঠানটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ায় পাশকৃত শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালের সার্টিফিকেট লাভ করবে এবং ঐতিহ্যবাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন গ্রাজুয়েট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে।

আলোচনায় উপস্থিত ছিলেন IIAST এর অধ্যক্ষ জনাব সাইফুল ইসলাম, বিভাগের প্রভাষক  কৃষিবিদ তানজিবা মাহাজেবিন, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রভাষক আহসান হাবীব এবং মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক আররাফি রহমান। 

আইআইএএসটি’র অধ্যক্ষ সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালুর মহান ব্রত নিয়ে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে ৪ বছর মেয়াদী বি.এস.সি ইন ফুড সায়েন্স এন্ড টেকনোলজী, বি.এস.সি ইন মাক্রোবায়োলজী ও বি.এস.সি ইন ফিশারিজ বিষয়ে ৩ টি অনার্স কোর্স চালু করা হয়েছে। বর্তমানে চতুর্থ ব্যাচে ভর্তি চলছে।  সকলের সহযোগিতায় আমরা সামনে এগিয়ে যেতে চাই।

  •  
  •  
  •  
  •  

Tags: