বাকৃবিতে আইকিউএসি‘র আয়োজনে নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের জন্য দুইদিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির ইন্সটিটিউশনাল কোয়ালিটি আ্যসিওরেন্স সেল ।

আজ সোমবার (২৫, অক্টোবর),  সকাল ১০ টায় , বাকৃবি উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান ভার্চুয়ালি  এই কর্মশালা উদ্বোধন করেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া । তিনি পাঠদান এর উপর জোর দিয়ে নবীন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “একজন শিক্ষক হিসেবে সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষার্থীদের পাঠদান। কোনো ভাবেই যেন তা ব্যাহত না হয় ।” বর্তমান এই তথ্য প্রযুক্তির ব্যাপকতার যুগে নবীন শিক্ষকদের মাধ্যমে যেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নতুন কিছু অর্জন করে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে তা নিশ্চিত করার  আহ্বান জানান।

প্রধান অতিধির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান বিশ্ব র‌্যাংকিংয়ে বাকৃবির অবস্থান নিশ্চিত করতে নবীন শিক্ষকদের আন্তর্জাতিক জার্নালে গবেষণাপত্র প্রকাশ করতে উদ্বুদ্ধ করেন। পিএইচডি অর্জনের মাধ্যমে যাতে আন্তর্জাতিক পর্যায়ে বাকৃবির সাথে একটি ভালো প্লাটফর্ম তৈরী হয় সে বিষয়ে কাজ করার তাগিদ দেন তিনি । পাশাপাশি শিক্ষার্থীদের সাথে সহ-পাঠ্যক্রম সংক্রান্ত কার্যকলাপে বেশি যুক্ত থাকতে নবীন শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি । এতে ছাত্র- শিক্ষক সম্পর্ক আরো সুগঠিত হবে বলে তিনি মনে করেন ।

অনুষ্ঠানটির সভাপতিত্ত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজ উদ্দিন । তিনি বলেন, “বাকৃবি সর্বদাই কৃষিখাতে অবদান রাখছে। এর কৃতিত্ব কৃষক, শিক্ষক ও ছাত্র সবার।”  তিনি নবীন শিক্ষকদের সকলকে এই লক্ষ্যে মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ।

আইকিউএসি এর সহ-পরিচালক প্রফেসর ড.মোঃ হারুন অর রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুলয়ালি যোগদেন বাকৃবির নবীন ও প্রবীন শিক্ষকরা ।

আন্তর্জাতিক মানের পাঠদান কার্যক্রম নিশ্চয়তার লক্ষ্যে নবীন শিক্ষকদের প্রশিক্ষন দেয়ার উদ্দেশ্যেই দুই দিনব্যাপী (২৫ ও ২৬ অক্টোবর) এই কর্মশালার আয়োজন করেছে আইকিউএসি।

  •  
  •  
  •  
  •  

Tags: ,