বাকৃবিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ২

bau

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সমর্থক ও আগত কমিটির পদপ্রার্থী সমর্থিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ২ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হলে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাকৃবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটি সমর্থিত ও আগত কমিটির পদপ্রার্থী সমর্থিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে আশরাফুল হক হলের ইফতি (তৃতীয় বর্ষ) ও সারওয়ার জাহান শাওন (মাস্টার্স) আহত হন। তাদের দ্রুত হেলথ কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। এরপর হেলথ কেয়ার সেন্টারে পুনরায় দুপক্ষের মারামারি হয়। এসময় সিনিয়র নেতাদের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। আহতদের পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ.কে.এম জাকির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনায় বসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।

এ বিষয়ে আশরাফুল হক হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ জিয়াউল হক জানান, আহত শিক্ষার্থীদের যেনো চিকিৎসার কোন ত্রুটি না হয় সেজন্য সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এছাড়া এ ঘটনার কুশীলবদের খুঁজে বের করার জন্য তদন্ত চলছে। ভবিষ্যতে যেন এ ধরণের কোন ঘটনা না ঘটে সেজন্যও আমরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবো।

এর আগে গত ২০ ডিসেম্বর (সোমবার) রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাকৃবি শাখা ছাত্রলীগ কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়।

কমিটি বিলুপ্তির পর সেদিন রাতেই আগত কমিটির পদপ্রার্থী সমর্থিত একটি গ্রুপ ক্যাম্পাসে শোডাউন বের করে। একপর্যায়ে তারা আশরাফুল হক হলে প্রবেশ করলে সে হলের ছাত্রলীগ নেতাকর্মীদের বাঁধার মুখে পড়লে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: , , ,