দেশে তিন ধাপ অবনতি হলেও বিশ্বে তিন ধাপ উন্নতি বাকৃবি’র

নিজস্ব প্রতিবেদকঃ
উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের জরিপ অনুযায়ী দেশে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। তবে বিশ্বে তিন ধাপ উন্নতি হয়েছে বাকৃবি’র।
এই র্যাঙ্কিংয়ের জানুয়ারি ২০২২ সংস্করণে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অষ্টম স্থানে রয়েছে বাকৃবি (বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৬৫৯)। এর আগে ২০২১ সালে ওয়েবমেট্রিক্সের ১৮তম সংস্কারে বাকৃবির অবস্থান ছিল পঞ্চম (বিশ্ব র্যাংকিং ২৬৬২)।
এবছর বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বিশ্ব র্যাঙ্কিংয়ে বুয়েটের অবস্থান ১৫৮৯। দ্বিতীয় স্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৬৬৮), তৃতীয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৮১৫), চতুর্থ নর্থ সাউথ ইউনিভার্সিটি (বিশ্ব র্যাঙ্কিংয়ে ২০৫৬), পঞ্চম রাজশাহী বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাঙ্কিংয়ে ২০৭৬)।
এছাড়া তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৪১৬), সপ্তম ব্র্যাক ইউনিভার্সিটি (বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৪২৭), অষ্টম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৬৫৯), নবম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৭৬২) ও দশম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৯০২)।
ওয়েবমেট্রিক্সের এই তালিকায় শীর্ষস্থানে আছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি। তালিকায় সেরা দশের নয়টিই যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠান। সেরা দশে যুক্তরাষ্ট্রের বাইরের একমাত্র প্রতিষ্ঠান যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি। র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান পঞ্চম।
উল্লেখ্য স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের (সিএসআইসি) একটি গবেষণা দল ২০০৪ সাল থেকে নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এই র্যাঙ্কিং প্রকাশ করে আসছে। প্রতিবছর জানুয়ারি ও জুলাই মাসে বিশ্বের ২০০টিরও বেশি দেশের ৩১ হাজারের বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে তারা এই র্যাঙ্কিং প্রকাশ করে।