কিউএস জরিপের কৃষি ও বনবিজ্ঞান বিভাগে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে বাকৃবি

নিজস্ব প্রতিবেদকঃ

যুক্তরাজ্যভিত্তিক কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) জরিপে প্রথমবারের মত কৃষি ও বনবিজ্ঞান বিভাগে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে স্থান করে নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। তালিকার শীর্ষ ৩০১-৩৫০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বাকৃবি। বাংলাদেশের কৃষি ও বনবিজ্ঞানভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র বাকৃবি নাম রয়েছে এই তালিকায়।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সংস্থার ওয়েবসাইটে জরিপের ফল প্রকাশ করা হয়। ফল ঘেঁটে দেখা যায়, কৃষি ও বনবিজ্ঞান বিভাগে ১০০ পয়েন্টের মধ্যে ৯৮.৫ স্কোর করে এই তালিকায় সবার ওপরে আছে নেদারল্যান্ডের ওয়েজেনিনজেন ইউনিভারসিটি অ্যান্ড রিসার্চ। ৯২.৪ স্কোর করে দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের ইউনিভারসিটি অফ ক্যালিফোরনিয়া, ডেভিস। এছাড়া ৯০.৪ স্কোর করে তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেনের সুইডিশ ইউনিভারসিটি অফ এগ্রিকালচারাল সাইন্স।

এই জরিপের একই বিভাগে (কৃষি ও বনবিজ্ঞান) এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৮৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে চীনের চায়না এগ্রিকালচারাল ইউনিভারসিটি। ৭৬.৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে জাপানের দ্যা ইউনিভারসিটি অফ টোকিও। তৃতীয় অবস্থানে রয়েছে চীনের নানজিং এগ্রিকালচারাল ইউনিভারসিটি।

উল্লেখ্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিউএস র‌্যাংকিং ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করছিল; ২০১০ সালে আলাদা হয়ে যায় কিউএস৷

বিষয়ভিত্তিক র‌্যাংকিংয়ের জন্য একাডেমিক এন্ড অ্যামপ্লোয়ার রেপুটেশন এবং রিসার্চ ইমপ্যাক্ট এর উপর মূল্যায়ন করে কিউএস।

  •  
  •  
  •  
  •  

Tags: