বাকৃবি ডিবেটিং সংঘের আয়োজনে নবীনবরণ ও বিতর্ক কর্মশালা “নবনীপ-২০২২” অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘের আয়োজনে অনুষ্ঠিত হলো নবীনবরণ ও বিতর্ক কর্মশালা “নবনীপ-২০২২”।
গতকাল ০৭ জুন, জয়নুল আবেদিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই নবীনবরণ ও বিতর্ক কর্মশালা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. লুৎফুল হাসান, মাননীয় উপাচার্য বাকৃবি, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. জাকির হোসেন, নব-নিযুক্ত মাননীয় উপাচার্য, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. খান মোঃ সাইফুল ইসলাম, ছাত্র-বিষয়ক উপদেষ্টা, বাকৃবি, প্রফেসর ড. মোহাম্মদ মহির উদ্দিন, প্রক্টর, বাকৃবি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড. মোঃ নাহিদ সাত্তার, সহ-সভাপতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘ এবং সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামান, সভাপতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘ।

অনুষ্ঠানটি মূলত দুইটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বিতর্ক বিষয়ক কর্মশালা পরিচালনা করেন ড. মোঃ মাহামুদুল হাসান সিকদার, ন্যাশনাল টেকনিকাল এডভাইজার, এফএও।
দ্বিতীয় পর্বে, একটি রম্য বিতর্ক অনুষ্ঠিত হয় যেখানে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন এমিরেটাস প্রফেসর ড. এম. এ সাত্তার মন্ডল, সাবেক উপাচার্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে নতুন বর্ষের প্রায় ১২০০ শিক্ষার্থী অংশগ্রহণ এবং উপভোগ করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: , , , ,