বাকৃবিতে বৈদ্যুতিক তার চোর আটক
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৈদ্যুতিক তার চুরির ঘটনায় হাতেনাতে একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগষ্ট) বেলা পৌনে ১ টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার এবিসি মাঠ সংলগ্ন গ্যারেজের সার্ভিস লাইনের তার চুরি করার সময় মো. হাবিবুর রহমান নামে এক চোর বাকৃবি নিরাপত্তা শাখার কর্মীদের কাছে ধরা পড়ে। অভিযুক্ত ওই ব্যক্তি বাকৃবির শেষ মোড়ের বাসিন্দা বলে নিশ্চিত করেছে নিরাপত্তা শাখা। অভিযুক্তের পিতার নাম মৃত ইদ্রিস আলী।
বাকৃবির নিরাপত্তা শাখার চীফ সিকিউরিটি অফিসার মো. নজমুল ইসলাম বলেন, আমরা ওই অভিযুক্তকে ময়মনসিংহের কোতোয়ালী থানায় সোপর্দ করেছি। আনুমানিক ২৫ গজ তার এসময় উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত কয়েক মাসে বাকৃবি ক্যাম্পাসে একাধিক বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে।