বাকৃবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৭৮ দশমিক ১৬ শতাংশ

সবুজ বাংলাদেশ ডেস্কঃ 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। 

এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে উপস্থিতির হার ৭৮.১৬ শতাংশ। মোট ১২ হাজার ৬শ ৩৪ জন ভর্তিচ্ছুর বাকৃবি কেন্দ্রে পরীক্ষা দেয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ৯ হাজার ৮শ ৭৫ জন পরীক্ষার্থী এবং অনুপস্থিতির সংখ্যা ২ হাজার ৭শ ৫৯ জন। 

শুক্রবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম। 

এবার ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ২১টি অঞ্চলে ২৪৩টি কক্ষে ১২৬৩৪ জন পরীক্ষার্থীর আসন ব্যাবস্থাপনা হয়েছে। পরীক্ষায় প্রশ্ন ফাঁসসহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন অধ্যাপক ড. এ.কে. ফজলুল হক ভূঁইয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক , ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো: আব্দুল আলীম, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলামসহ প্রশাসনিক বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিবর্গ। 

অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান বাকৃবির উপাচার্য। 

শুক্রবার সকাল ১১টা হতে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের আওতাধীন বিভিন্ন ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি, ক্যাম্পাস প্রাঙ্গনে অবস্থিত স্কুল ও কলেজে শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  এবার পরীক্ষা আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিল চট্রগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স ইউনিভার্সিটি ।

 

প্রেস রিলিজ/এসবি

  •  
  •  
  •  
  •  

Tags: , ,