সিকৃবিতে অফিস রুলস এন্ড ম্যানেজম্যান্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিকৃবি প্রতিবেদক:

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) “অফিস রুলস এন্ড ম্যানেজম্যান্ট” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সিকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাৎস্যচাষ বিভাগের অধ্যাপক ড. মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এবং আইকিউএসি’র পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক  ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, অফিস ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের গুণগত মান বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ কর্মসূচি প্রশাসনিক দক্ষতা উন্নয়নে সহায়ক হবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে “অফিস রুলস এন্ড ম্যানেজম্যান্ট” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনিস্টিটিউটের পরিচালক বকুল চন্দ্র রায় এবং সিকৃবির কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম।

কর্মশালা শেষে উপাচার্য ড. মোঃ আলিমুল ইসলাম অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

দিন ব্যাপী প্রশিক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৭০ জনের অধিক কর্মচারী অংশগ্রহণ করেন। এসময় অংশগ্রহণকারীরা বলেন, এই প্রশিক্ষণ কর্মশালা অফিস ব্যবস্থাপনা সম্পর্কে তাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে এবং ভবিষ্যতে তাদের কাজে এটি উপকারে আসবে।

  •  
  •  
  •  
  •