বাকৃবিতে বিশ্ব ডিম দিবস উপলক্ষে পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের উদ্যোগে বিশ্ব ডিম দিবস ২০২৫ উপলক্ষে পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল চারটায় ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষদের দ্বিতীয় তলার করিডোরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ব ডিম দিবস-২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান, সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌসুর রহমান খান, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল আলম, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. জাহান আরা বেগম এবং প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. অনিতা রানী দে।
পোস্টার প্রেজেন্টেশনে ভেটেরিনারি অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মোট ২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আটটি গ্রুপের মধ্যে তিনটি গ্রুপ থেকে ১১ জন শিক্ষার্থী বিজয়ী হন।
বিশ্ব ডিম দিবস ২০২৫ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. সিদ্দিকুর রহমান বলেন, “ডিম শুধু প্রোটিনের উৎস নয়, এটি একটি সম্পূর্ণ পুষ্টিকর খাদ্য। নিয়মিত ডিম খাওয়ার অভ্যাস জাতির পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক।”
ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, “ডিম মানুষের সুস্বাস্থ্যের অন্যতম উৎস। সাশ্রয়ী এই প্রাণিজ প্রোটিনের প্রচার ও জনপ্রিয়তা বৃদ্ধিতে শিক্ষার্থীদের এমন অংশগ্রহণ অনুপ্রেরণাদায়ক। ভবিষ্যতে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গবেষণার আগ্রহ ও সৃজনশীলতাকে আরও উৎসাহিত করবে।”
আসিফ/এসবি